কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ (১৩/৯/১৪)

## মা-পুত্রকে ফেরত দিলো বিএসএফ:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক বাংলাদেশি নারী-শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত দিয়ে অবৈধভাবে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী গ্রামের মনিরুল সরদারের স্ত্রী লিলিমা বেগম (৩০) ও তার শিশু পুত্র হোসাইন সরদার (৫)। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে বেলা সাড়ে ৫টার দিকে ভাদীয়ালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিজিবি’র কাছে হস্তান্তর করে হাকিমপুর বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-১২(৯)১৪) হয়েছে বলে জানা গেছে।

## কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী মীর ইয়াহিয়ার ইন্তেকাল:
কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী তুলসীডাঙ্গা গ্রামের মীর ইয়াহিয়া রহমান আর নেই। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোটভাই কলারোয়া সরকারি কলেজের সাবেক জিএস ব্যবসায়ী মীর রফিকুল ইসলামা জানান, শনিবার বাদ জোহর উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মীর ইয়াহিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, সা. সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান ফারুক, কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, সাবেক সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, শেখ শরীফুজ্জামান তুহিন, আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, কাজী সিরাজ, আ.রশিদ, আজিজুল হক, সাংবাদিক জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী প্রমুখ।

## কলারোয়া সীমান্তে শাড়ি উদ্ধার:
কলারোয়া সীমান্তে শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রাম থেকে ভারতীয় উন্নতমানের ১৬৮পিস শাড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪লাখ ২০হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।

## কলারোয়ায় শ্রীকৃষ্ণের দাস সম্প্রাদায়ের নয়া কমিটি:
কলারোয়ায় শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়ের কমিটি গঠন উপলক্ষ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তুলসীডাঙ্গার সুনীল চন্দ্র দাসকে সভাপতি, গদখালীর নিখিল অধিকারীকে সা. সম্পাদক ও জালালাবাদ গ্রামের অসীম দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার দুপুরের দিকে শ্রমিক ইউনিয়নের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার ডুমুরিয়ার শ্রীকৃষ্ণের দাস সম্প্রাদায়ের নেতা শ্রী জয়দেব কৃষ্ণ দাস। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্সপার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। নতুন কমিটি ঘোষণা করেন পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক আব্দুর রহিম, কলারোয়া প্রেসক্লাবের সা. সম্পাদক রাশেদুল হাসান কামরুল, অধ্যাপক ইউনুছ আলি, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, সাংবাদিক জুলফিকার আলি, ফিরোজ জোয়ার্দ্দার, আরিফুল হক চৌধুরী, শ্রমিক নেতা আতিয়ার রহমান, রনজিৎ কুমার ঘোষ, শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়ের নেতা সুনীল চন্দ্র দাস, নিখিল অধিকারী, সাধন দাস, হরিদাস মন্ডল, নিরাপদ দাস, কিশোর চন্দ্র দাস, নিরাপদ দাস, পলাশ কুমার দাস, যোগিন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অসীম কুমার দাস।



মন্তব্য চালু নেই