সাড়ে ছ’হাজার কর্মীকে নিয়ে প্যারিসে ছুটি কাটাতে গেলেন প্রতিষ্ঠানের সিইও
চীনের এক প্রতিষ্ঠানের সিইও তাঁর সংস্থার প্রায় সাড়ে ছ’হাজার কর্মচারীকে চারদিনের জন্য ছুটি কাটাতে নিয়ে গেলেন প্যারিসে। ফোর্বসের বিলিয়নিয়রের তালিকায় রয়েছেন তিয়ানশি নামের ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান লি জিনুয়ান।
কর্মচারীদের অবস্থানের জন্য তিনি কানস এবং মন্যাকোতে ৭৯টি বিভিন্ন চার ও পাঁচ তারার হোটেলে চার হাজার ৭৬০টি ঘর বুক করেছেন। এছাড়াও মোট ১৪৬টি বাসও অগ্রিম বুক করে নেওয়া হয়েছে তাঁর কর্মচারীদের জন্যে।
মূলত টাইনস সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষে চীনা সংস্থার ফ্রান্সে এই ছুটি পালন। তিয়ানশি বায়োটেকনলজি থেকে টুরিজম, সমস্ত ব্যবসাই রয়েছে।
মন্তব্য চালু নেই