সাগরে ভাসমানদের উদ্ধার করবে মালয়েশিয়ান নৌবাহিনী
সাগরে আটকে থাকা অভিবাসীদের খুঁজে বের করে দেশটির নৌবাহিনীকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাক আন্দামান সাগরে ভাসমান নৌকাগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের এ নির্দেশনা আজ দিয়েছেন বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।
এক সপ্তাহ আগেও মালয়েশিয়া এসব অভিবাসীবাহী নৌকাগুলো তাদের জলসীমায় প্রবেশ করতে দিত না।
গতকাল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অভিবাসী সংকট মোকাবেলায় মিয়ানমারের সঙ্গে বৈঠক করে।
এখনো ধারণা করা হচ্ছে প্রায় সাত হাজার অভিবাসী সাগরে ভাসছে। এসব অভিবাসীদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি।
মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সাময়িকভাবে এসব অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে তাদের সহায়তার জন্যে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেছে দেশ দুটি।
নাজিব রেজাক তার টুইটার অ্যাকাউন্টে অভিবাসী সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, অসুস্থ এবং ক্ষুধার্থ এসব অভিবাসীদের আশ্রয় এবং খাদ্যের সহায়তা দেয়া আমাদের দায়িত্ব।’
মন্তব্য চালু নেই