সাকিবের সাফল্যে রাজধানীতে উল্লাস

টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডেতেও নাম্বার ওয়ান অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো তিন ফরমেটে বিশ্বসেরা হয়ে ইতিহাস গড়েন তিনি।

সাকিবকে অভিনন্দন জানিয়ে শনিবার রাজধানীর মতিঝিল-দিলকুশার বলাকা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন ক্রিকেট ভক্তরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের মুখে একটি শব্দই ছিল, ‘সাকিব-সাকিব’। এই শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মতিঝিল পাড়া।

র‌্যালিতে সাকিবের পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে ছিল বাড়তি উত্তেজনা। ‘খেলবে এবার বাংলাদেশ’ -এই শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বলাকা চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Sakib-a-1421493000

এ সময় বাদ্যযন্ত্রের তালে বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় নানা শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।

র‌্যালিতে রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, যুব রেড ক্রিসেন্ট, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।



মন্তব্য চালু নেই