সাইপ্রাসে শতাধিক অভিবাসী-প্রত্যাশী উদ্ধার

সিরিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান মাছধরার একটি নৌকা থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ।

শনিবার রাতভর ভূমধ্যসাগরে ভেসে থাকার পর রোববার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় লারনাকা উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি থেকে তাদের উদ্ধার করা হয়।

সাইপ্রাসের যৌথ অভিবাসী উদ্ধার সহযোগিতা কেন্দ্রের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ১১৪ জন অভিবাসীর মধ্যে ৫৪ জন নারী ও শিশু। তারা সবাই সিরিয়ার নাগরিক।

সাইপ্রাস পুলিশ জানায়, উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। তবে তারা সাইপ্রাস নাকি অন্য কোনো দেশে যাচ্ছিলেন তা পরিষ্কার নয়।

ভূমধ্যসাগরের সিরীয় উপকূল থেকে সাইপ্রাসের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার। তারপরও প্রতিবেশী দেশ গ্রিসের মতো ব্যাপক অভিবাসীর ধাক্কা সামলাতে হয়নি দেশটিকে। সূত্র: এএফপি।



মন্তব্য চালু নেই