সহপাঠীকে মেসে নিয়ে গণধর্ষণ করল দুই ছাত্র

ভারতের ইএফএলইউ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে গণধর্ষণ করেছে তার দুই সহপাঠী। গত ৩১ অক্টোবর রাতে এই ঘটনা ঘটলেও গণধর্ষণের শিকার ওই ছাত্রী রোববার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক খাওয়ানোর পর বিশ্ববিদ্যালয়ের একটি মেসে ধর্ষণ করে ওই দুই ছাত্র। যুবতীর অভিযোগের ভিত্তি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করে মামলার তদন্ত শুরু করেছে। এদিকে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর গণধর্ষণ ঘটনা ছড়িয়ে পড়তেই উত্তাল হয়েছে হায়দরাবাদ। নারী সুরক্ষার দাবিতে পথে নেমেছেন হাজারো মানুষ। প্রতিবাদে সামিল সামিল হয়েছে নারী সুরক্ষা সংস্থা গুলিও।

তাদের দাবি, দোষীদের অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে। প্রশাসন যেন অভিযুক্তদের কোনো আর্জি মঞ্জুর না করে এবং নির্যাতিতাকে নিরাপত্তা প্রদান করে৷

হায়দরাবাদের এই বিশ্ববিদ্যালয়টিতে মূলত ইংরেজি ও বিদেশি ভাষা পড়ানো হয়।



মন্তব্য চালু নেই