সরিয়ে নেওয়া হবে রাজধানীর সব প্লাস্টিক কারখানা
বিসিক প্লাস্টিক শিল্প নগরীসহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পসহ সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা কমিশনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদিত হয়। অনুমোদিত সাত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৭ কোটি টাকা। এর মধ্যে প্লাস্টিক শিল্প নগরী প্রকল্পে ব্যয় হবে ১৩৩ কোটি টাকা। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব প্লাস্টিক কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। এসব শিল্প ঢাকায় থাকলে রাজধানী নোংরা হবে বলে উল্লেখ করেন তিনি। কারখানা সরিয়ে নিতে মালিকদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা কারখানা মালিকদের সঙ্গে বসব। কিছু শিল্প স্থানান্তর হলে অন্যরাও উদ্বুদ্ধ হবেন। গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৮০০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্পটি সম্পর্কে মন্ত্রী বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শতকরা ৮৮ ভাগ মানুষ বিশুদ্ধ খাবার পানির আওতায় আসবে।
মন্তব্য চালু নেই