সরকার বিরোধী আন্দোলনের মিছিলে ইমরান খানের গাড়িতে গুলি
পাকিস্তানের রাজনীতিবিদ ইমরান খানের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন বলে জানিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র অনিলা খান। একদল লোক সরকার বিরোধী ওই র্যালি লক্ষ্য করে আক্রমণ করলেও পুলিশ তাদের বাধা দেয়নি বলেও অভিযোগ করেছেন অনিলা।
ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির উল-কাদরি দুইজনই রাজধানী অভিমুখে সরকার বিরোধী আন্দোলনের র্যালির নেতৃত্ব দিচ্ছেন। রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। ২০১৩ এর মে মাসে সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে নওয়াজ শরিফ ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেছেন উভয় নেতা। নওয়াজের পদত্যাগের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তারা।
মন্তব্য চালু নেই