সমুদ্রতলে এয়ার এশিয়ার নিখোঁজ বিমান!

সমুদ্রের তলদেশে থাকতে পারে এয়ার এশিয়ার বিমান কিউজেড-৮৫০১। এমনটাই অনুমান ইন্দোনেশিয়ার তল্লাশি অভিযান দলের প্রধানের। সেইমতো আজ সকাল থেকে এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে সেদেশের বেলিতাং দ্বীপের উত্তর দিকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বায়ুসেনা প্রধান। তাদের সঙ্গে জল ও আকাশপথে এই তল্লাশি অভিযানে সামিল হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। গতকাল ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে ১৫৫ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মীকে নিয়ে নিখোঁজ হয় এয়ার এশিয়ার ওই বিমান। ইন্দোনেশিয়ার তরফে দাবি করা হয়, শেষমুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে রুট বদলের অনুমতি চেয়েছিলেন পাইলট। উল্লেখ্য, দশ মাস আগে গত মার্চে মাঝ-আকাশ থেকে উধাও হয়ে যায় মালয়েশিয়ার বিমান এমএইচ-৩৭০। এখনও তার খোঁজ মেনেনি। তদন্তকারীদের ধারনা, ভারত মহাসাগরের অতল গভীরে তা তলিয়ে গিয়েছে। এখন দেখার এয়ার এশিয়ার কপালে কী আছে।

indonesia plane searching 3



মন্তব্য চালু নেই