শ্রমিক দলের সমাবেশ : ৩ ঘণ্টায় ১৯ হাজার টাকার পানি বিক্রি

গত একমাস ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। বৃষ্টির দেখা তো নেই-ই, পাশাপাশি বাতাসের গতিও সীমিত। আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করছে বিএনপি।

প্রচণ্ড গরমের কারণে সমাবেশস্থলে অন্য সবকিছুর চেয়ে পানির চাহিদা অনেক বেশি। তাই হকাররা প্রস্তুতি নিয়ে বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে পানি নিয়ে হাজির হয়েছেন।

এদের মধ্যে অনেকের টার্গেট অন্তত ১০ হাজার টাকার পানি বিক্রি করা। টার্গেট এখনো পূরণ না হলেও বিরামহীন গতিতে পানি বিক্রি করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর বাধা থাকলেও সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত সমাবেশে পানি বিক্রি করছেন হকাররা। পাঁচজন হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ১৯ হাজার টাকার পানি বিক্রি করছেন।

সমাবেশ শেষ হওয়া পর্যন্ত তারা অন্তত ৫০ হাজার টাকার পানি বিক্রির করার টার্গেট নিয়ে সমাবেশে এসেছেন।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে স্থির হয়ে বক্তব্য শোনার সুযোগ পাচ্ছেন না অংশ নেয়া হাজারো নেতাকর্মী।



মন্তব্য চালু নেই