সমকামিতার শাস্তি : ছাদ থেকে ফেলে হত্যা
সমকামিতার শাস্তি হিসেবে সিরিয়ার আলেপ্পোর মানবিজ শহরে আইএস এক ব্যক্তিকে উঁচু ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে।
ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, ফেলে দেওয়ার দৃশ্য শিশুদের সরাসরি দেখানো হয়।
অভিযুক্ত ব্যক্তি পায়ুকামি ছিলেন। তাই শাস্তি হিসেবে তাকে ৫তলা ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। তবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
হত্যার দৃশ্যে দেখা যায়, হত্যাকাণ্ডটি সরাসরি স্থানীয়দের দেখানো হয়। সে সময় অনেক শিশুও উপস্থিত ছিল।
ফেলে দেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিকে চোখ বেঁধে, খালি পায়ে তাদের সামনে দাঁড় করানো হয়। তারপর ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে।
গণমাধ্যম কর্মী নাসের তালজবিনি এআরএ নিউজকে বলেন, ‘লোকটিকে নিষ্ঠুরভাবে আইএসের মুখোশ পরিহিত সদস্যরা উপর থেকে ফেলে দেয়। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডটি হাজার হাজার মানুষের সামনেই ঘটে।’
মন্তব্য চালু নেই