সমকামিতার কারণে ভূমিকম্প

আফ্রিকার দেশ ঘানার এক মুসলিম ধর্মীয় নেতা বলেছেন, সমকামিতার কারণে আল্লাহ ক্রুদ্ধ হন। আর এটি ভূমিকম্পের জন্য দায়ী।

মাল্লাম আব্বাস মাহমুদ নামের ওই ধর্মীয় নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

আব্বাস মাহমুদ বলেন, ‘একজন পুরুষ যখন অন্য একজন পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়, তখন আল্লাহ ক্রুদ্ধ হন। আর এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের কারণেই ভূমিকম্প হয়।’

তিনি বলেন, সমকামিতার কারণে আল্লাহ এর আগে কয়েকটি জনপদ ধ্বংস করেছেন।

আব্বাস এমন সময় এ মন্তব্য করলেন যখন সমকামিতার অভিযোগে দেশটির জোঙ্গো সম্প্রদায়ের বিরুদ্ধে বৈরী মনোভাব বেড়ে চলেছে।

তিনি বলেন, ‘পবিত্র শিক্ষার পরিবর্তে আমরা কি এ ধরনের লজ্জাজনক কাজকে আমাদের সমাজে চলতে দিতে পারি? অবশ্যই না। আমরা আনন্দিত যে, এ ধরনের অথর্বদের আমরা জোঙ্গো সম্প্রদায় থেকে বিতাড়ন করতে পারছি।’



মন্তব্য চালু নেই