জরিপ তথ্য
সবচেয়ে বাজে পেশাগুলোর মধ্যে প্রথম কাঠমিস্ত্রী, দ্বিতীয় অবস্থানে সাংবাদিকতা
চলতি বছরের সবচেয়ে বাজে পেশাগুলোর মধ্যে প্রথম কাঠমিস্ত্রী দ্বিতীয় অবস্থানে রয়েছে সাংবাদিকতা, ক্যারিয়ারকাস্ট নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত বছরের জরিপে সাংবাদিকতা সেরা বাজে পেশা হিসেবে নির্বাচিত হয়েছিল।
জরিপে সাংবাদিকতাকে পেছনে ফেলে সবচেয়ে বাজে পেশার খেতাব অর্জন করেছে কাঠমিস্ত্রীর কাজ।
প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ২০০টি পেশার ওপর ১১টি বিষয়ে জরিপ চালিয়েছে। কাজের পরিবেশ, বেতন, শারীরিক অবস্থা, চাহিদা, ঝুঁকি বিভিন্ন বিষয়ের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপে দেখা গেছে, কম বেতন, ঝুঁকি, বেশি সময় ধরে কাজ করাসহ বিভিন্ন নেতিবাচক কারণে সাংবাদিকতার অবস্থান বাজে পেশার দিক থেকে দুই নম্বরে রয়েছে।
জরিপে আরও বলা হয়েছে, ২০২২ সাল নাগাদ এ পেশার প্রতি আগ্রহ ১৩ শতাংশ কমে যাবে।
এ জরিপে সেরা পেশার তালিকায় প্রথমেই রয়েছে গণিতবিদদের চাকরি। বাকিগুলোতেও বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পেশার জয়-জয়কার। সেরা দশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিসংখ্যানবিদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশা।
মন্তব্য চালু নেই