সবচেয়ে কম ছুটির তালিকায় চার নম্বরে ভারত!
সবচেয়ে কম ছুটি নেওয়া দেশের তালিকায় ভারত চার নম্বরে! সম্প্রতি এক্সপিডিয়া নামে একটি ভ্রমণ সংস্থা একটি সমীক্ষা করেছিল।
সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ছুটি নেওয়ার সুযোগ থাকলেও বহু ক্ষেত্রে ছুটি নিতে চাইছেন না বা পারছেন না ভারতীয় চাকুরিজীবীদের ৭১ শতাংশ।
তবে চমকে দেওয়ার মতো তথ্য এই যে বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু অধস্তনদের ছুটি নেওয়ায় আপত্তি নেই ৭৭ শতাংশ বসদের। কিন্তু ছুটি না নিলে বসের সুনজরে পড়ে যায়, এই চিন্তা থেকেই ছুটি নেন না সিংহভাগ ভারতীয়।
সমীক্ষায় জানা যাচ্ছে, ৬৩ শতাংশ ভারতীয় পাওনা ছুটির পুরোটা কাজেই লাগান না। আবার ছুটি নিলেও ৪০ শতাংশ ভারতীয় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। অথচ টানা কাজের ফলে স্বাভাবিক জীবনযাত্রা প্রবলভাবে বিঘ্নিত হয় বলে দাবি করছেন মনোবিদরা। অথচ তাই বাড়ছে ক্লান্তি জনিত মনোরোগ। – আজকাল
মন্তব্য চালু নেই