সন্তানের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা: পেশ হওয়া আর্জি খারিজ হাইকোর্টে, স্বস্তিতে শাহরুখ, গৌরী
দিলীপ মজুমদার (কলকাতা): সন্তানের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করানোর অভিযোগ সংক্রান্ত মামলায় রেহাই পেলেন শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী।কিং খান-গৌরীর তৃতীয় সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার আগে তার লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করানো হয়েছিল বলে অভিযোগ।ওই পরীক্ষা সংক্রান্ত নথিপত্র চেয়ে পেশ হওয়া একটি আর্জি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত।বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতের সেই নির্দেশ বহাল রইল বম্বে হাইকোর্টে।
বর্ষা দেশপান্ডে নামে যে সমাজকর্মী শাহরুখের সন্তানের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত নথিপত্র তলব করে পিটিশনটি দাখিল করেছিলেন, তার দাবি আজ নাকচ করে দিয়েছেন বম্বে হাইকোর্টের।বিচারপতি রেবতী মোহিতে-ধেরে।
দেশপান্ডে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা আবেদনে বলেছিলেন, সারোগেট মায়ের মাধ্যমে তাঁদের তৃতীয় সন্তান আবরামের জন্মের আগে তার লিঙ্গ কী, তা জানতে পরীক্ষা করিয়েছিলেন গৌরী।এজন্য শাহরুখ, গৌরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।কিং খান, তাঁর স্ত্রী তাঁদের সন্তান ছেলে না মেয়ে কী হবে, তা জানতে চেয়েছিলেন, এই মর্মে একটি সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগ দায়ের করেছিলেন দেশপান্ডে তাঁর দাবি ছিল,। এমন পরীক্ষার কোনও নথিপত্র থাকলে তা নিয়ে আসা হোক গ্রেটার মুম্বই পুর নিগমের কাছ থেকে প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নাটাল ডায়াগনস্টিক টেকনিকস (লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধকরণ) আইনে পুরনিগমেই এ ধরনের নথিপত্র থাকার কথা।
দেশপান্ডের কৌঁসুলি দাবি করেন, অভিযোগ প্রমাণ করতেই তাঁর মক্কেল ওই নথিপত্র চাইছেন কিন্তু ম্যাজিস্ট্রেট তাঁর আর্জি নাকচ করায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।শাহরুখের আইনজীবী আদালতে বলেন, কোনও লিঙ্গ নির্ধারণ পরীক্ষাই তাঁর মক্কেল কোনও সময় করাননি।তাছাড়া দেশপান্ডের এ ধরনের নথিপত্র দেখার এক্তিয়ার নেই বলেও তিনি দাবি করেন।এমসিজিএমের তরফে আদালতে জানানো হয়, তারাও তদন্ত করে দেখেছে, শাহরুখ-গৌরীর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
মন্তব্য চালু নেই