সচেতনতা বাড়াতে বিবসনা হলেন কেট মস!

শিরোনাম পড়ে অবাক হচ্ছেন তো। হ্যাঁ, ঠিকই শুনেছেন কোনও ঠুনকো জনপ্রিয়তার লোভে নয় বরং ব্রেস্ট ক্যান্সার নিয়ে নারীদের মাঝে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যতম সেরা মডেল কেট মস বিবসনা হলেন।


ছবিটি ইচ্ছাকৃতভাবে ঝাপসা করা হয়েছে

৪০ বছরের এই ব্রিটিশ মডেল নিজের অন্তর্বাসে গোলাপি রঙের একটি ফিতে যোগ করেছেন। কোনরকম মেক-আপ ছাড়াই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই মডেল। তিনি চান, নারীরা যেন নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন।



মন্তব্য চালু নেই