সচিবালয়ে ওয়াইফাই
বাংলাদেশ সচিবালয়ে স্থাপিত ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যামসুন্দর সিকদার।
ন্যাশনাল আসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সচিবালয়কে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।
এ প্রকল্পের আওতায় পুরো সচিবালয় ওয়াইফাই জোনের মধ্যে থাকবে। এতে সহজেই একটি মাত্র পিন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যাবে।
মন্তব্য চালু নেই