সংসদে হঠাৎ বিকল শব্দযন্ত্র, সবাই হতবাক

দশম জাতীয় তৃতীয় অধিবেশনে হঠাৎ করেই শব্দযন্ত্রে (সাউন্ড সিস্টেম) ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিটের জন্য থেমে যায় পুরো সংসদ অধিবেশন। অধিবেশন চলাকালে এমন ত্রুটিতে ‘হতবাক’ হয়ে পড়েন সবাই। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্যই সংসদে উপস্থিত ছিলেন।

বুধবার রাত ৮টা ২৯ মিনিটে সংসদের শব্দযন্ত্রে এ গোলযোগ দেখা দেয়। এসময় বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তার বক্তব্যের মাঝেই শব্দযন্ত্রে তীব্র তীক্ষ্ণ শব্দ শুরু হয়। এতে তাৎক্ষণিক ‘স্তব্ধ’ হয়ে যায় পুরো সংসদ।

সংসদ অধিবেশনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন। প্রায় দুই মিনিটের মতো অধিবেশন বন্ধ হয়ে থাকে। এর মাঝে আরও কয়েকদফা গোলযোগপূর্ণ এ শব্দ শোনা যায়। কিন্তু তাৎক্ষণিক কোনো সমাধান পাওয়া যায়নি।

দুই মিনিটের মধ্যে কয়েকটি সাউন্ড সিস্টেম ঠিক হলেও অধিবেশন কক্ষের অনেক স্থান থেকে ঠিকমতো শব্দ শোনা যাচ্ছিল না। পরে স্পিকারের অনুরোধে এরশাদ তার বক্তব্য এ অবস্থাতেই চালিয়ে যান। আংশিক ঠিক হওয়া সাউন্ড সিস্টেমে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও বক্তব্য দেন।



মন্তব্য চালু নেই