শেরপুরের ঝিনাইগাতীতে তথ্য অধিকার আইন সম্পর্কে জনঅবহিতকরণ সভা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল ২৩ জানুয়ারী তথ্য অধিকার আইন সম্পর্কে জনঅবহিতকরণ এক সভা স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
ঢাকা তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা তথ্য কমিশনের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব মোঃ মুহিবুল হোসেইন।
বিশেষ অতিথি তথ্য কমিশনের উপ-পরিচালক প্রশাসন মোঃ আবুল হাসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ইউএনও মোহাম্মদ সেলিম রেজা প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরুন-উর-রশিদ।
এ সভায় প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই