শেরপুরের ঝিনাইগাতীতে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ২৯ নভেম্বর রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, ওসি মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, অধ্যাপক আলহাজ্ব আবুল হাসেম, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম প্রমূখ।
এ সভায় উপস্থিত সদস্যগণ ওসি মিজানুর রহমানের ভূমিকায় উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকাসহ তার সকল কর্মকান্ডের প্রশংসা ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তবে গারো পাহাড়ের বনজ সম্পদ নির্বিচারে ধ্বংসের ব্যাপারে সভায় উপস্থিত সকল সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।
মন্তব্য চালু নেই