শেখ হাসিনার মূর্তি গড়লেন ভারতীয় ভাস্কর

দুই দেশের বন্ধুত্বের বন্ধন সত্যিকারের দৃঢ় হয় তখনই, যখন দেশ দু’টির জনগণও সেই সৌহার্দ্য হৃদয়ে ধারণ করতে পারে। তারই নিদর্শন পাওয়া গেল সম্প্রতি ভারতের এক ভাস্কর্য শিল্পীর কাজে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মূর্তি পরম মমতায় গড়ে তুলছেন পশ্চিমবঙ্গের ভাস্কর সুনীল পাল। মাটির এই আবক্ষ মূর্তিতে শেখ হাসিনার হাস্যোজ্জ্বল চেহারা ফুটিয়ে তুলেছেন তিনি। কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে ‘ফাইন টাচ’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন। তাঁর এই সফরে দুই দেশের দুই প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন বন্ধুত্ব আর সহযোগিতার প্রত্যয়। এই শুভবোধকে সামনে রেখেই কলকাতার একটি সংগঠন শেখ হাসিনার এই আবক্ষ মূর্তিটি স্থাপন করবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই