শীর্ষনেতা নিহতের খবর স্বীকার আল কায়েদার
আল কায়েদার আরব উপদ্বীপের প্রধান নেতা নাসের আল উহায়েশির নিহতের খবর স্বীকার করল চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীটি।
উহায়েশি ছিলেন আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড। তিনি ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সহকারী ছিলেন।
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় উহায়েশি নিহত হয়েছেন বলে এক অনলাইন ভিডিওচিত্রে ঘোষণা দিয়েছে আল কায়েদা।
জিহাদি সংগঠনটি জানিয়েছে, উহায়েশির স্থলাভিষিক্ত হচ্ছেন আল কায়েদার সামরিক শাখার প্রধান কাসিম আল রায়েমি।
এর আগে ইয়েমেনের সংবাদ সংস্থা আল মাসদার অনলাইনে এক প্রতিবেদনে জানিয়েছিল, শুক্রবার হাদ্রামাওয়াত প্রদেশে হামলায় নিহত হয়েছেন উহায়েশি।
তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হত্যার বিষয়ে তখন মন্তব্য করতে রাজি হয়নি।
২০১১ সালে পাকিস্তানে লাদেন হত্যার পর উহায়েশি হত্যাকে আল কায়েদার ওপর সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক সন্ত্রাস পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
মন্তব্য চালু নেই