শিশুদের সঙ্গে মারার অভিনয়ও করা যাবে না

নরওয়েজিয়ান আইনানুযায়ী শিশুদের গায়ে হাত তোলা তো দূরের কথা শিশুদের সাথে মারার অভিনয়ও করা যাবে না; কোন প্রকার শাস্তিমূলক ভয় দেখানো যাবে না; শিশু যদি খুবই অবাধ্য আচরণ করে, তবুও এসব করা যাবে না; রাগ করা যাবে না; এমনভাবে চেচানো যাবে না, যা শিশুর মানসিক বিকাশে সমস্যা তৈরি করতে পারে।

যদি আপনার খুবই রাগ উঠে যায়, তবে এভাবে বলতে পারেন, দেখো বাবা, তোমার এই কাজটি করা কি ঠিক হয়েছে? বা তোমার এই কাজটিতে আমি খুবই কষ্ট পেয়েছি, বা তোমার এই কাজটির জন্য তোমাকে বা আমাকে ওদের কাছে ছোট হতে হয়েছে, ইত্যাদি, তবে অবশ্যই চোখ রাঙিয়ে নয়। গবেষণায় নাকি দেখা গেছে যে, অবাধ্য সন্তানদের প্রতি রাগ করলে তারা আরো অবাধ্যই হয়।

শিশুকে শারীরিক নির্যাতন করা বা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এমন কিছু করা শিশুদের প্রতি হিংস্রতা বলে বিবেচিত হয় এবং এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এই আইনানুযায়ী, বাংলাদেশের কত শতাংশ বাবা-মা-শিক্ষক শাস্তিযোগ্য অপরাধে অপরাধী?

উল্লেখ্য যে নরওয়ে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিপূর্ণ দেশ। সেখানে অপরাধ নেই বললেই চলে। জেলখানাগুলো সব শুন্য।



মন্তব্য চালু নেই