শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেড় মাসের একটি শিশুকে রেখে তার মা পালিয়ে গেছেন। বাথরুমে যাওয়ার কথা বলে আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণী আর ফিরে আসেননি।
ঢামেক হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডের (শিশু) ১৭ নম্বর শয্যায় বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি রেখে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টায়ও তার কোনো সন্ধান মেলেনি।
ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য সোভা আক্তার বলেন, ‘হাসপাতালে রেখে যাওয়া আনুমানিক দেড় মাসের মেয়ে শিশুটি অসুস্থ নয়। সে পুরোপুরি সুস্থ আছে। তবুও তার মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। শিশুটিকে হাসপাতালের সেবিকারা দেখা-শুনা করছেন।’
সোভা আক্তার বলেন, ‘বিকেল ২০৭ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর শয্যার কাছে যান। শয্যাটিতে চিকিৎসাধীন রোগীর অভিভাবক তাহমিনার কাছে শিশুকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে তার মা পালিয়ে যান। এর পর তিনি আর ফিরে আসেননি। পালিয়ে যাওয়া ওই নারী বয়স আনুমানিক ১৮ বছর হবে।’
সোভা আক্তার বলেন, ‘প্রথমে মনে করেছি শিশুর মা হয়তো কোনো বিপদে পড়ে তার শিশুকে রেখে বাইরে গেছেন। কিন্তু দু্ই ঘণ্টায়ও তার কোনো খোঁজ না পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’
ঢামেক হাসপাতালের পরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘একটি শিশু রেখে মা পালিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। তবে এখনও তার মায়ের সন্ধান মেলেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই