শিগগিরই সার্ক সম্মেলন আয়োজন করার আশায় পাকিস্তান

কাশ্মীরে উরির সেনা ঘাঁটিতে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনার জেরে গত বছর নভেম্বরে সার্ক সম্মেলন বয়কট করে ভারত। পিছু হটে আরও কয়েকটি দেশ। শিগগিরই সেই সার্ক সম্মেলন শুরু করার আশা করছে পাকিস্তান। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতির উপদেষ্টা সারতাজ আজিজ শুক্রবার সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপার সঙ্গে এই বিষয়ে কথা বলেন। ভারতের জন্যই সার্কের এই সম্মেলনকে ক্রমশ পিছিয়ে গেছে এবং সার্কের ধারাবাহিক মূল্যবোধে প্রভাব পড়েছে বলে দাবি করেন আজিজ। একই সঙ্গে সার্কের মহাসচিব অর্জুন থাপাই সম্মেলন আবার আয়োজন করতে সফল হবে বলেও মনে করেন তিনি।

নেপাল সরকারের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ভারতের বয়কটকে অারও ৪টি দেশ অনুসরণ করেছিল বলেই এই সম্মেলন বাতিল হয়ে যায়। সার্কের মহাসচিব এই সমস্ত বাধা অতিক্রম করে যাতে আবার সার্ক সম্মেলনের আয়োজন করা যায় সেই ব্যাপারে নজর দিচ্ছেন।



মন্তব্য চালু নেই