শিগগিরই ফিরবে রাহুল : সোনিয়া
রাহুল গান্ধী শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন সোনিয়া গান্ধী। নিজ সংসদীয় এলাকা রায়বেরিলি ও ছেলে রাহুলের সংসদীয় এলাকা আমেথিতে গত শনিবার এ কথা বলেন কংগ্রেস সভানেত্রী। খবর এনডিটিভির।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে দলীয় ছুটিতে রয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল। এ সময় তার অবস্থান সম্পর্কে কাউকে কিছু জানানো হয়নি।
আমেথির জনগণ রাহুলের আসার খবর জানতে চাইলে সোনিয়া বলেন, ‘রাহুল যখন ফিরবে তখন আসবে এবং সে শিগগিরই ফিরে আসবে।’
তিনি বলেন, ‘আমি এখানে আছি এবং রাহুল ও প্রিয়াঙ্কার পরিবর্তে রয়েছি। আমরা একই পরিবারের। আমেথি বা রায়বেরিলি— এটা কোনো বিষয় নয়, দুটোই আমাদের সংসদীয় এলাকা। আমি এখানে কাজ করি, এটা আমার ঘরের মতো। রাহুল বা আমি এখানে এলাম এতে পার্থক্য করার কিছু নেই।’
প্রথমে নিজ সংসদীয় এলাকা উত্তরপ্রদেশের রায়বেরিলিতে যান সোনিয়া। এরপর রাহুলের অনুপস্থিতিতে তার সংসদীয় আসন আমেথিও ঘুরে আসেন তিনি। সেখানে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক এলাকা পরিদর্শন করেন ৬৮ বছর বয়সী সোনিয়া।
এক সময় আমেথির সংসদ সদস্য ছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু গত লোকসভায় ছেলে রাহুলের জন্য আসনটি ছেড়ে দেন তিনি।
মন্তব্য চালু নেই