শাহরুখকে রাখি পড়ালেন মমতা

বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে রাখি পরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাখি পরান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতেও।

আজ রবিবার রাখি পূর্ণিমা। তবে তার আগে গতকাল শনিবারই নবান্নের কাজ শেষ করে প্রথমে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের হাতে রাখি পড়িয়ে দেন তিনি। রাজ্যপালের সঙ্গে বেশকিছু সময় কাটিয়ে মুখ্যমন্ত্রী যান নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বলিউডি বাদশা শাহরুখ খানের পাশাপাশি টলিউডের হার্টথ্রব দেবের হাতেও রাখি বেঁধে দেন মমতা বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, বঙ্গভঙ্গের প্রতিবাদে ‘রাখি বন্ধন’ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে এই উৎসবের মাধ্যমে হিন্দু-মসুলমানকে একসূত্রে গেঁথেছিলেন তিনি। এক সময়ের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এই দিনটিকে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পালন করেছিলেন কবিগুরু। ভাই-বোনের সম্পর্ক আরও গাঢ় এবং সুন্দর করতেই এই উৎসব।



মন্তব্য চালু নেই