শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বুধবার সকাল ১০টা থেকে জাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। ইমরান এইচ সরকার ও কামাল পাশা উভয় গ্রুপের নেতা-কর্মীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। নিজামীর ফাঁসির দাবিতে তারা স্লোগান দিচ্ছেন।
নিজামীর ফাঁসির রায় না হলে অবস্থান কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গণজাগরণের কর্মীরা।
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে মামলার রায় পড়া হচ্ছে।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের প্রধান নিজামীর বিরুদ্ধে।
মন্তব্য চালু নেই