শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ ভারতীয় আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ জায়েদ আক্তার নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টয়লেট থেকে স্বর্ণসহ কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাকে আটক করেন।

এ বিষয়ে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা জানান, আটক ব্যাক্তি ব্যাঙ্কক থেকে ঢাকায় আসেন। এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্টের টয়লেটে ঢুকে এগারটি কালো টেপ মোড়ানো প্যাকেট টয়লেটের ফ্লাস ট্যাঙ্কে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি টাকা। জায়েদ বিজি ০৮৯ ফ্লাইটে ব্যাঙ্কক থেকে ঢাকা এসেছিলেন।



মন্তব্য চালু নেই