শাহজালালে ২০ কোটি টাকার মোবাইল জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার মূল্যের ৭ হাজার মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।
বিমানবন্দরের কার্গো এরিয়া থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. শহিদুজ্জামান সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এরিয়া থেকে ২৪টি কার্টনে ভর্তি ৭ হাজার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
তিনি জানান, মোবাইল ফোনগুলো হংকং থেকে ওই দেশেরই একটি ফ্লাইটে (এইচএক্স-৯০৬১) আসে।
কাস্টমসের এ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় জড়িত আমদানিকারক ও সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ৩০ কোটি টাকার মোবাইল ফোন জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
মন্তব্য চালু নেই