শাস্তি কমাতে আপিল করছেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএলে) ফিক্সিংয়ের দায়ে ক্রিকেটে আট নিষিদ্ধ আফরাফুল শাস্তি কমাতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার আশরাফুলের আইনজিবী খালিদ হামিদ চৌধুরী মালেশিয়া থেকে মুঠোনে বিষয়টা নিশ্চিত করেছেন।
খালিদ হাদিম চৌধুরী বলেন,‘ আমি এখন মালেশিয়াতে অবস্থান করছি। ২১ জুলাই ঢাকায় ফিরে আসবো। আর আশরাফুলের শাস্তি কমানোর আপিলের প্রস্তুতি চলছে। আশরাফুল নিজের শাস্তি কমানোর জন্য আপিলের সিদ্ধান্ত নিয়েছে।’ কবে আপিল করবে এমন প্রশ্নে তিনি বলেন,‘ আগামী কয়েক দিনের মধ্যেই আপিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঠিক কবে আপিল করা হবে তা এখনই চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আইনি বিষয়গুলো ভালো করে দেখা হচ্ছে।’
এছাড়া তিনি বলেন,‘ আশরাফুল মনে করেন তিনি যেহেতু নিজের ইচ্ছায় সব স্বীকার করেছেন, তাই তার শাস্তি কমানো হবে এবং খুব তাড়াতাড়ি তিনি ক্রিকেটে ফিরবেন। ক্রিকেটে ফিরতে তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন।’

উল্লেখ্য’ গত ১৮ জুন বিসিবি গঠিত ট্রাইব্যুনাল বিপিএল ফিক্সিংয়ে দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সবধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্যে নিষিদ্ধ করে। এবং সাথে ১০ লাখ টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। আশরাফুল ছাড়াও ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক শিহাব চৌধুরীকে ক্রিকেটের যেকোনো কার্যক্রম থেকে ১০ বছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এবং তিন বছর নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট ও ১৮ মাস নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার কৌশল লুকারাচ্চিকে।



মন্তব্য চালু নেই