কেন্দ্রে পরীক্ষার্থী ৭৪, বহিষ্কার ৬০

লালমনিরহাটে ফাজিল পরীক্ষায় নকল করার দায়ে একটি কেন্দ্র থেকে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৪ জন।
বুধবার সকালে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাজিল (ডিগ্রি) তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ছিল শহরের নেছারিয়া কামিল মাদরাসা। শুরু থেকেই এ কেন্দ্রে অর্থের বিনিময় নকল করার সুযোগ দেয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এমন অভিযোগের ভিত্তিতেই পরীক্ষার শেষ দিন বুধবার সকালে পরীক্ষার শুরু হওয়ার এক ঘণ্টা পর আকস্মিকভাবে কেন্দ্রে অভিযান চালান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজা মো. আব্দুল হাইসহ আরো দুই ম্যাজিস্ট্রেট।
অভিযানে প্রকাশ্যে নকল করার বিষয়টি প্রমাণ পাওয়ার পর মোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে একে একে ৬০ জনকে বহিষ্কার করা হয়। কেন্দ্রে নেছারীয়া কামিল মাদরাসার ৪১ জন এবং অপর তিনটি মাদরাসার ৩৩ জন পরীক্ষায় অংশ নেন।
এ ব্যাপারে নেছারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মাহফুজার রহমান কোনো কথা বলতে রাজি হননি।



মন্তব্য চালু নেই