শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে বাংলাদেশ প্রথম: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত আসনের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, `দেশের সার্বিক-আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘নারী পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে এ মুহূর্তে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৩৯ জন পুলিশ সদস্য কর্মরত।’

লক্ষীপুর-৪ আসনের মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশীদের সম্পর্কে অবহিত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন কারণে বিভিন্ন দেশের জেলে প্রায় সাত হাজার বাংলাদেশী নাগরিক আটক রয়েছেন। তবে এ সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে।’



মন্তব্য চালু নেই