শান্তির নোবেল পুরস্কার নিলেন ম্যানুয়াল স্যান্তোস

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়াল স্যান্তোসের হাতে শনিবার শান্তির নোবেল পুরস্কার তুলে দেয়া হয়েছে। পুরস্কার নেয়ার পর তিনি বলেছেন, এই পুরস্কার দেশে অর্ধ-শতক ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের ‘অসম্ভব স্বপ্ন’ বাস্তবায়নে সহায়তা করবে।
শনিবার নরওয়ের অসলোতে নোবেল পুরস্কারের সার্টিফিকেট ও স্বর্ণ পদক গ্রহণ করেছেন কলিম্বিয়ার এই প্রেসিডেন্ট। দেশটিতে ৫০ বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের অবসানে তার নেয়া পদক্ষেপের জন্য ২০১৬ সালের শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে স্যান্তোসের নাম অক্টোবরে ঘোষণা করা হয়।
কলম্বিয়ার ওই গৃহযুদ্ধে অন্তত ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ও ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
দেশটির বামপন্থী বিদ্রোহীগোষ্ঠী রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে চলতি বছরের ঐতিহাসিক চুক্তির কথা উল্লেখ করে ৬৫ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান বলেন, বিশ্বে একটি যুদ্ধ কমে গেছে; সেটি হলো কলম্বিয়া যুদ্ধ।
পুরস্কার নেয়ার পর দেশটিতে মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন স্যান্টোস। শনিবার অারো পরের দিকে পৃথক অনুষ্ঠানে স্টকহোমে চলতি বছরের অন্য পাঁচ বিভাগে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হবে। তবে এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ী মার্কিন গায়ক বব ডিলান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
সূত্র : এপি।
































মন্তব্য চালু নেই