শর্টস্কার্ট পরে সিঁড়িতে উঠলে কী সমস্যা?

যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে চিয়ারলিডারদের নতুন নিয়ম করা হয়েছে। এতোদিন এখানে তারা শর্টস্কার্ট পরে আসতো। কিন্তু এতোদিন কর্তৃপক্ষ লক্ষ্য করেছে এই পোশাকে সিঁড়ি বেড়ে উঠলে বা চেয়ারে বসলে অন্তর্বাস উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এই কারণে গত বৃহস্পতিবারে স্কুলটি এক নোটিশে জানিয়ে দিয়েছে, চিয়ারলিডারদের শর্টস্কার্টের নিচে লেগিংসও পরতে হবে।

উত্তর ইডাহোর পোস্ট ফলস জেলার এই স্কুলে অবশ্য এতোদিন ড্রেসকোডে শর্টস্কার্ট থাকলে তা উরুর মাঝ বরাবরের নিচে হতে পারবে না বলে নিয়ম ছিল। কিন্তু কখনোই এ নিয়ম কড়াকড়িভাবে প্রয়োগ করা হয়নি।
শর্টস্কার্টের নিচে লেগিংসও পরতে হবে

2015_09_26_19_00_02_zOznewNI6EmXxakCQAeICpEiAnRyzf_original

ইদানীং কর্তৃপক্ষ খেয়াল করছে, মেয়েরা এতো ছোট শর্টস্কার্ট পরে যে আপত্তির দৃশ্যের অবতারণা হয়। মেয়েদের গোপনাঙ্গ উন্মুক্ত হওয়ার জোগার হয়।

এ ব্যাপারে স্কুলের প্রোগ্রাম ডেরক্টর ও ইনস্ট্রাকটর ডেনা নাকারাটো বলেন, আমরা নিশ্চয়ই এখানে শরীর দেখানে আসি না।



মন্তব্য চালু নেই