শরীরের রক্তপাত করে পবিত্র আশুরা পালন
প্রতিবছরের ন্যায় এ বছরও দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র পালিত হয়েছে। ১০ মহররম কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে বিশ্বের মুসলিমরা এ দিনটি পালন করেছে। এ উপলক্ষে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়।
‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে রাজপথ। তাজিয়া মিছিল যেন স্মরণ করিয়ে দেয় কারবালার শোককে।
মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে মুসলমানদের এ উৎসবের কয়েকটি ছবি তুলে ধরা হয়েছে। এখানে কিছু ভয়ঙ্কর ছবি দেখা যাচ্ছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি শিশুর মাথায় তার অভিভাবকরা ছুরি দিয়ে ক্ষত সৃষ্টি করছে। কিন্তু শিশুটি তীব্র ব্যথায় চিৎকার করছে।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, শরীর কেটে রক্ত বের করে তা গায়ে পরিহিত সাদা কাপড়ে মেখে রাস্তায় মিছিল করছে নারী, পুরুষ ও শিশুরা।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মায়ানমারের এক লোক ছুরি দিয়ে নিজের মাথায় নিজে কেটে রক্তাক্ত করছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে,বেশ কয়েকজন লোক একটি খোলা ময়দানে দাঁড়িয়ে সুতোয় ছুরি বেঁধে নিজেদের গায়ে আক্রমণ করছে। তা থেকে রক্ত বের হয়ে তাদের শরীর ভিজে যাচ্ছে।
শুধু এ বছর নয়, প্রতিবছরই শিয়া মুসলিমরা এ উৎসব পালন করে থাকে। এদিন মুসলিম দেশগুলোতে সরকারি ছুটি থাকে। তারা ধর্মীয় রীতি অনুযায়ী মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্যে এ উৎসব পালন করে থাকেন।
মন্তব্য চালু নেই