শপিংমলের ওপরে দুই বিমানের সংঘর্ষ
কানাডার একটি শপিংমলের ওপরে দুটি ছোট বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন।
শুক্রবারের এ ঘটনায় আরেকজন পাইলট প্রাণে বেঁচে যান। এ ঘটনায় আরো মানুষ হতাহত হতে পারত। তবে সৌভাগ্যক্রমে এ সংখ্যা কম হয়েছে।
শনিবার এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মন্ট্রিল থেকে ২০ কিলোমিটার দূরে প্রমিনাদেস শপিংমলের ওপর ছোট বিমান দুটির সংঘর্ষ হয়। এরপর একটি বিমান শপিংমলের ছাদে আছড়ে পড়ে এবং আরেকটি বিমান মূল প্রবেশপথের ২০ মিটার দূরে পার্কিংয়ে গিয়ে পড়ে।
পুলিশের মুখপাত্র ন্যান্সি কোলাজিয়াকোমো এক পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, আহত আরেক পাইলটকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কানাডার পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুটি সেসনা ১৫২ এয়ারক্র্যাফট। পার্শ্ববর্তী কারগেইর ফ্লাইট স্কুল বিমান দুটির মালিক। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে তারা।
দিনের আলোয়, বৃহৎ একটি শপিংমলের ওপর দুটি বিমানের সংঘর্ষ কীভাবে হলো, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এর কারণ অনুসন্ধানে কাজ করেছে কর্তৃপক্ষ।
কন্ট্রোল টাওয়ার থেকে একজন পাইলটকে না কি সতর্ক করা হয়েছিল। পথ পরিবর্তন করে দুর্ঘটনা এড়াতে বলা হয়েছিল। তারপরও কেন দুর্ঘটনা হলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
মন্তব্য চালু নেই