‘শক্তি-বুদ্ধি কম তাই নারীদের উপার্জনও কম হওয়া উচিত’

নারীদের সম্পর্কে বিতর্কিত ও মানহানিকর মন্তব্য করে ইউরোপীয়ান পার্লামেন্টে পোলান্ডের এক সদস্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। পোলান্ডের ওই সদস্য বলেছেন, নারীদেরকে অবশ্যই কম উপার্জন করতে হবে, কারণ তারা দুর্বল, ছোট এবং কম বুদ্ধি সম্পন্ন।

ইউরোপীয়ান পার্লামেন্টে নারী সহকর্মীদের সম্পর্কে এ মন্তব্য করে পোলান্ডের সদস্য জ্যানুজ করয়িন-মিক্কি সংগঠনটির নীতিমালা লঙ্ঘন করেছেন কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন পার্লামেন্টের প্রেসিডেন্ট।

ইউরোপীয়ান পার্লামেন্টের নীতিমালা অনুযায়ী, কারো সম্পর্কে মানহানিকর, বর্ণবাদী বা ভীতি প্রদর্শনমূলক ভাষা ও আচরণ নিষিদ্ধ।

নারীদের সম্পর্কে লজ্জাজনক মন্তব্যের কারণে পোলান্ডের এই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপে পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টনিও তাজানিকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস (এস অ্যান্ড ডি) পার্টি।

পার্লামেন্টের গণমাধ্যম অফিস বিবিসিকে বলেছে, এ ধরনের আচরণের শাস্তি তিরস্কার থেকে জরিমানা এবং সাময়িক বহিস্কারও হতে পারে।

এর আগেও ইউরোপীয় পার্লামেন্টে পোল্যান্ডের এই সদস্যের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ রয়েছে। সংসদে তার মন্তব্যের নিন্দাও করা হয়। গত বছর ইউরোপে শরণার্থী প্রবেশের ঢলকে তিনি পশুবিষ্ঠার সঙ্গে তুলনা করে দুই হাজার ৬৬৩ মার্কিন ডলার জরিমানার মুখে পড়েন। একই সঙ্গে পার্লামেন্টে তাকে পাঁচদিনের জন্য নিষিদ্ধ করা হয়।



মন্তব্য চালু নেই