লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৪০

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪০জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০জন।শুক্রবার কুব্বাহ শহরে এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সংসদীয় স্পিকার অ্যাগুইলা সালেহ দাবি করেছেন, লিবিয়ার দেরনা শহরে মিশরের বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা। মিশরের ২১ কপ্টিক খ্রিস্টান নাগরিককে গলা কেটে হত্যার ভিডিও প্রকাশের পর সোমবার দেরনা শহরে ইসলামি স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল মিশর।

অ্যাগুইলা সালেহ আল আরাবিয়া টেলিভিশনকে জানান, শুক্রবার একটি পেট্রোল স্টেশন, স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয় ও কুব্বাহ নগর কাউন্সিলের প্রধান কার্যালয়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, ‘কুব্বাহর হতাহতদের স্মরণে আমরা সাতদিন শোক প্রকাশ করবো। আমার মনে হয়, দেরনাতে যা ঘটেছে তার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।’

এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গাড়ি বোমাটি সম্ভবত আত্মঘাতি হামলা ছিলো। তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজী হননি।



মন্তব্য চালু নেই