লাল গারদে গিবস
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না হার্সেল গিবসের। ক্রিকেট ক্যারিয়ারে প্রায়ই বিতর্কের কেন্দ্রেবিন্দুতে থাকতেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান।
খেলোয়াড়ি জীবন পেরিয়ে আসার পরও একই জায়গায় দাড়িয়ে তিনি। এবার বেপরোয়া গাড়ি চালানোর দায়ে পুলিশ আটক করেছে তাকে।
ওয়েস্টার্ন কেপটাউন পুলিশের মুখপাত্র ফন উইক জানিয়েছেন, ৪০ বছর বয়সী গিবস এখন তাদের হেফাজতে। এবার তাকে কেপটাউন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে। উইক আরও বলেন, ‘তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তারও তদন্ত চলছে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্ট, ২৪৮ ওয়ানডে খেলা গিবস নাকি মাঝমধ্যেই বেপরোয়া গতিতে গাড়ি চালান। এবার তার গাড়ি সজোরে ধাক্কা দেয় অন্য একটি গাড়িকে। দুটি গাড়ির ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য চালু নেই