লাঠিচার্জে শিক্ষক নিহত: এমপি-ওসির বিরুদ্ধে মামলা

কলেজ জাতীয়করণ নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের লাঠিচার্জে শিক্ষকসহ দুইজন নিহতের ঘটনার ২৪ দিন পর স্থানীয় এমপি মোসলেম উদ্দিন, তার ছেলে এমদাদুল হক সেলিম ও ওসি রিফাত খান রাজিবসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০/২৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কলেজ সরকারিকরণ আন্দোলন দাবি কমিটির আহ্বায়ক আবুল হাসেম বুধবার দুপুরে বাদী হয়ে ২নং আমলি আদালতে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, আমজাদ হোসেন, মোহাম্মদ রফিকুল ও পুলিশ উপ-সহকারী পরিদর্শক রতন (৩৫)।

ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে ২৭ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ প্রধান ফটকে আটকে দেয়। এ সময় পুলিশ মারমুখী হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের বেধড়ক পেটায়। এ সময় এক শিক্ষার্থীকে আটক করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দফায় দফায় পুলিশের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের হামলায় গুরুতর আহতদের মধ্যে যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামকে ময়মনসিংহে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে মারা যান তিনি। সংঘর্ষের সময় কলেজের সামনে সফর আলী নামে এক পথচারী ভ্যানচালক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পুলিশের লাঠিপেটায় উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম ও পথচারী ভ্যানচালক সফর আলী মারা যান। এ ঘটনায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আহত হয়।



মন্তব্য চালু নেই