লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা পদবঞ্চিতদের

ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের দাবিতে আগামী বুধবার থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা।

সোমবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পদবঞ্চিত ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম টিটু এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের জন্য ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু আগামী মঙ্গলবার সেই ৭ দিনের আল্টিমেটাম শেষ হতে চললেও বিষয়টির কোন সুরহা হয়নি। তাই বুধবার থেকে আমরা পার্টি অফিসের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করব।’

‘ছাত্রদলের সঙ্কট সমাধানে বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসকে যে দায়িত্ব দেয়া হয়েছিলো তা কতটুকু সফল বা ব্যার্থ হয়েছে’, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে টিটু বলেন, ‘আব্বাস ভাইকে যে দায়িত্ব দেয়া হয়েছিলো তা তিনি নিরলস ভাবে পালন করেছেন। সঙ্কট সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন।’

এর আগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অপসারণ এবং ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।



মন্তব্য চালু নেই