লাখ টাকার চাকরি ফেলে আখের রস বিক্রি!

এমবিএ’র ডিগ্রির পর লাখ টাকার চাকরির প্রস্তাব ছিল হাতে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের ব্যবসা শুরু করার পথেই পা। তবে একা নয় সঙ্গে তারা চার বন্ধু। সবাই এমবিএ গ্র্যাজুয়েট করা।

তবে তারা যে ব্যবসায় পা বাড়িয়েছেন তার নাম শুনলেই মানুষ মুখ লুকিয়ে হাসেন। অন্যদের ভাষায়, এটাও আবার ব্যবসা নাকি? কারণ চার বন্ধু মিলে আখের রস বিক্রি করেন।

সন্দীপ জৈন, বিকাশ খান্না, অমিত আগরওয়াল ও অঙ্কিত সারাওগি নামে ভারতের ওই চার বন্ধু রায়পুরে আখের রসের দোকান খুলেছেন। তবে যে যাই বলুক তাদের স্বপ্নটা কিন্তু বিশাল। তারা চান তাদের এইচ আখের রসের দোকানের শাখা ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া। দোকানের নাম ‘গান্না ওয়ালা’।

তারা জানান, ব্যবসার মডেল খুবই সরল। মানুষকে আখের রসের উপকারিতা বোঝানোই তাদের উদ্দেশ্য।



মন্তব্য চালু নেই