লাখো তরুণীর ঘুম কেড়েছেন ‌জাস্টিন ট্রুডো‌!‌

সরকারি নৈশভোজে তাকে আড়চোখে দেখেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে। তিনি করমর্দনের জন্য হাত বাড়ালে লাজুক হেসে ফেলেন ইংল্যান্ডের যুবরানী পর্যন্ত। কানাডার প্রধানমন্ত্রী ‌জাস্টিন ট্রুডো‌কে একঝলক দেখার জন্য টিভিতে ওৎ পেতে থাকেন কানাডার তরুণীরা।

সেই ‌জাস্টিন ট্রুডো‌ কিন্তু বরাবরই এরকম হ্যান্ডসাম ছিলেন বলেই জানা গেল। সম্প্রতি সোশ্যাল সাইটে তার ছেলেবেলার কতগুলো ছবি পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই দীর্ঘশ্বাসের ঝড় তরুণী–হৃদয়ে।

এক জন লিখেছেন, “তরুণ ‌জাস্টিন ট্রুডো‌ রাজনীতিকদের জন্য নতুন মান নির্ধারণ করেছেন,”

আরও এক তরুণী লিখেছেন, “দিনের যে কোনও সময় ‌জাস্টিন ট্রুডো‌কে নিয়ে তিনি কথা বলতে তিনি রাজি। ”

সম্প্রতি ওয়াশিংটন সফরে গেছিলেন ‌ট্রুডো‌। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজের গোটা সময়ে তাকে আড়চোখে দেখেন ইভাঙ্কা ট্রাম্প। সেই ছবি সামনে আসতেই সোরগোল।

গত বছর কানাডা সফরে গেছিলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম আর যুবরানী কেট। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রুডো‌র দিকে লাজুকভাবে তাকিয়ে রয়েছেন কেট।



মন্তব্য চালু নেই