লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়াকে ইবোলামুক্ত বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিগত ৪২ দিনে দেশটিতে কারও শরীরে প্রাণঘাতী ভাইরাস ইবোলার কোনো উপস্থিতি ধরা পড়েনি বলে শনিবার এক বিবৃতি দিয়েছে সংস্থাটি।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। লাইবেরীয় প্রেসিডেন্ট জনসন সারলিফ বিবিসিকে খবরটি নিশ্চিত করেছেন। গত বছরের অক্টোবরে নাইজেরিয়া ও সেনেগালকে ইবোলামুক্ত বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
লাইবেরিয়া ইবোলামুক্ত হওয়ার খবরে আনন্দ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট সারলিফ বলেছেন, ‘লাইবেরিয়া এখন এক সুখী জাতি।’ আগামীতে যেন ফের নতুন করে ইবোলার প্রাদুর্ভাব না ঘটে সে জন্য সরকার সম্ভাব্য সবরকম উদ্যোগ নেবে বলে জানান সারলিফ।
ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ৭০০ জনের প্রাণহানি হয়েছে লাইবেরিয়ায়। ইবোলা আঘাত হানা যে কোনো দেশের চেয়ে এই সংখ্যাটিই সর্বোচ্চ। লাইবেরিয়া ছাড়া নাইজেরিয়া, সিয়েরালিওন ও গিনিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে।
পশ্চিম আফ্রিকার দেশগুলোয় ইবোলায় ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ইবোলা থেকে মুক্তি পেতে এখনো প্রাণপণে লড়াই করছে গিনি ও সিয়েরালিওন।
মন্তব্য চালু নেই