লাইকের আশায়!
ফেসবুকে নিজের পোস্ট করা ছবি , মন্তব্য কিংবা ভিডিওতে সবারই লাইক পেতে ইচ্ছা করে। এসব লাইকের জন্য অনেকে ভয়ঙ্কর সব কাণ্ডও ঘটিয়ে ফেলেন। এবার এই লাইক পাওয়ার আশায় ভারতে এক তরুণকে শ্রীঘরে যেতে হয়েছে। ২৪ বছরের ফজল শেখকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি কচ্ছপের ওপর দাঁড়িয়ে ছবি তোলায় গ্রেপ্তার করা হয়েছে।
গত বছর নেহেরু জু পার্কে গিয়ে বিরল প্রজাতির একটি কচ্ছপের ওপর দাড়িয়ে ছবি তোলেন ফজল। এরপর ছবিটি তিনি ফেসবুকে পোস্ট করেন। এরপরই চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচান ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে হায়াদারাবাদ পুলিশ। তার বিরুদ্ধে বন্যপ্রাণী রক্ষা আইনে মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে ফজল শেখের ৬ মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ২ হাজার রুপি অর্থদণ্ডও হতে পারে।
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেনি।
চিড়িয়াখানার কিউরেটর রামকৃষ্ণ রাও বলেন, ফজল শেখের গ্রেপ্তারে অনেকের উচিত শিক্ষা হবে। কারণ অনেকেই চিড়িয়াখানায় এসে বন্যপ্রাণীদের সাথে নিষ্ঠুর আচরণ করে থাকেন।
মন্তব্য চালু নেই