লরেন্সের নগ্ন ছবি নিয়ে হ্যাকারদের ছেলেখেলা!
জেনিফার লরেন্সের টুইটার হ্যাক করে ‘বিকৃত নগ্ন ছবি’ পোস্ট করেছে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের অনলাইন পত্রিকা হলিউড গসিপ জানিয়েছে, বেনামী উৎস থেকে আজ সোমবার লরেন্সের এই সব পোশাকহীন ছবি তার টুইটারে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবিগুলো বেশ কয়েকদিন আগে তার ফোন থেকে চুরি হয়েছিল।
ধারণা করা হচ্ছে, হ্যাকারদের হাতে এই হলিউড অভিনেত্রীর প্রায় ৬০টি ছবি আছে।
ছবিগুলো টুইটারে আসার পরপরই বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে। তার ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।
নিজের নগ্ন ছবির বিষয়টি লরেন্সের দৃষ্টিগোচর হলে, কিছুক্ষণ আগে তিনি ডেইলি মিররকে বলেছেন, এটা প্রাইভেসির ঘোরতর লঙ্ঘন।
এদিকে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, লরেন্সের চুরি যাওয়া এই সব ছবি কীভাবে পোস্ট করা হলো, তা তারা খতিয়ে দেখছে।
দ্রুত এই কাজের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে তারা।
মন্তব্য চালু নেই