লঞ্চডুবিতে মোদির শোক
পদ্মায় লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বজন হারানো শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদির অফিসিয়াল টুইটার পেজে সোমবার এই শোক প্রকাশ করা হয়েছে। টুইটে বলা হয়েছে, ‘পদ্মায় লঞ্চদুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।’
অন্য এক টুইটে মোদি লিখেছেন, ‘বাংলাদেশের যেসব পরিবার দুর্ঘটনায় স্বজন হারিয়েছে, তাদের জন্য আমি প্রার্থনা করছি।’
এদিকে পাটুরিয়ায় মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর পদ্মা পারাপারের লঞ্চ এমভি মোস্তফাকে টেনে তুলে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধারকর্মীরা মোট ৬৯ জনের মৃতদেহ পেয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
তিনি বলেন, ‘আমরা লঞ্চ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করছি। তবে স্থানীয় প্রশাসন ও ডুবুরিরা ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে যাবেন। আর কোনো মৃতদেহ পাওয়া যায় কি-না দেখবেন।’
উদ্ধার হওয়া লাশের মধ্যে শনাক্ত হওয়া ৫৭টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে ১২টি লাশ শনাক্ত করা যায়নি, সেগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
‘আমরা অনুরোধ করেছি, যাতে সেখানে লাশগুলো অন্তত দুদিন রাখা হয়। তাহলে স্বজনরা লাশ শনাক্ত করার সুযোগ পাবেন।’
রোববার দুপুর ১২টার দিকে পাটুরিয়ার ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় মাঝনদীতে দুর্ঘটনায় পড়ে এমভি মোস্তফা-৩ নামের লঞ্চটি।
কমফোর্ট লাইন ও রাজধানী এক্সপ্রেস নামে দুটি বাসের দেড় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকা থেকে গোপালগঞ্জে যাচ্ছিল।
তথ্যসূত্র : জি নিউজ অনলাইন।
মন্তব্য চালু নেই