লংমার্চের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
আগামী শুক্রবার (১৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা সোয়া বারোটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
পরে আলোচনা সাপেক্ষে ঢাবি ভিসি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের আশ্বাসে কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা যায়, মাইনোরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে গত শুক্রবার একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
মাইনোরিটি রাইটস মুভমেন্টের সমন্বয়ক মানিক রক্ষিত গণমাধ্যমকে জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে নাসিরনগর অভিমুখে সকাল আটটায় লংমার্চ শুরু হবে।
মন্তব্য চালু নেই