র‌্যাব-পুলিশের নিয়ন্ত্রণে গাবতলী

পরিবহন শ্রমিকদের দখলে থাকা রাজধানীর গাবতলী এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। গতকাল শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর আজ সকালে সংঘর্ষ হয়। তবে বুধবার দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জাগো নিউজকে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। রাস্তা নির্বিঘ্ন করতে অবরোধের আওতামুক্ত যানবাহন চলাচলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্মঘটের আওতার বাইরের যান চলাচলে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, সকাল থেকে এ পর্যন্ত গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে।
গাবতলীতে রাবার বুলেটে শাহ আলম নামের এক বাসচালক আহত হওয়ার পর ঢামেক হাসপাতালে মারা গেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার দিকে রণক্ষেত্রে পরিণত হয় গাবতলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ-র‌্যাব অভিযান শুরু করে। মোতায়েন করা হয় বিপুর সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য। অভিযানের পর থেকে ওই রাস্তায় এখন অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল চলতে দেখা যাচ্ছে। সড়কে এখন বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে না।



মন্তব্য চালু নেই